বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিতে ফের দেখা দিয়েছে ভাঙ্গনের সুর। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচএম এরশাদের প্রয়ানের পর দলটির নেতৃত্বে চেয়ারম্যানের স্বজনদের মধ্যে দ্বন্ধ এবং মতবিরোধ যেন কোনো ক্রমেই থামছে না। উত্তোরোত্তর অর্থাৎ দিনে দিনে যেন বেড়েই চলেছে। রওশন এরশাদ এবং জিএম কাদেরের মধ্যে কর্তৃত্ব হাতিয়ে নেওয়ার বিষয়টি এখন ওপেন সিক্রেট পরিণত হয়েছে। জিএম কাদের বিএনপির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন এইচএম এরশাদের সাবেক স্ত্রী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। উপস্থিত নেতাদের উদ্দেশে বিদিশা সিদ্দিক বলেন, জি এম কাদেরের মুখে রওশন এরশাদকে নিয়ে কোনো মন্তব্য শোভা পায় না। দলীয় গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জি এম কাদের অবৈধভাবে চেয়ারম্যান হয়েছেন।
তিনি দাবি করেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন জি এম কাদের। এ সময় হুঁ”শিয়ারি দিয়ে বিদিশা বলেন, এখন থেকে জি এম কাদেরের জাতীয় পার্টি থেকে বের হওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। ২৬ তারিখ সম্মেলনের পরে প্রমাণ হবে কে বৈধ চেয়ারম্যান।
অনুষ্ঠানে হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেন, জি এম কাদের অবৈধভাবে দল পরিচালনা করতে চাইলেও এর বৈধ উত্তরসূরী এরশাদপুত্রই। সভার প্রধান অতিথি বিদিশা সিদ্দিকের হাতে ফুল তুলে দিয়ে পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা দলে যোগদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর (অব) সিকদার আনিসুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ জুবায়ের আহমেদ, যুগ্ম মহাসচিব মো. গোলাম মোস্তফা পাটোয়ারী ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বাসেদ আহমেদ।
পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা থেকে জাতীয় পার্টির উল্লেখযোগ্য সংখ্যক নেতা দলে যোগ দেন। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির নেতারা মতবিনিময় করেন।
যোগদানকারী নেতাদের উদ্দেশে বিদিশা বলেন, যারা জাতীয় পার্টিকে ধারণ করেন, যারা ত্যাগী তাদের এক প্ল্যাটফর্মে আনার জন্য কাজ করছি আমরা। নেতাকর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে জাপায় ফিরে আসতে শুরু করেছেন।
এর আগে থাইল্যান্ডে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সম্প্রতি জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এরপরই রওশনকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরাতে স্পিকারকে চিঠি দিয়েছে জাতীয় পার্টির সংসদীয় দল। তারা জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার আবেদন জানিয়েছেন।
এর আগে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ যে সময় থাইলেন্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেই সময় তিনি সেখান থেকেই জাতীয় সম্মেলনের তারিখ ঘোষনা করেছিলেন। এরপর সক্রিয় হয়ে ওঠে জাতীয় পর্টির অন্য অংশ। তাকে অর্থাৎ রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরানোর জন্য তিনি স্পিকার বরাবর জাতীয় পার্টির সংসদীয় দল চিঠি দিয়েছিলেন বলে জানা যায়। জিএম কাদেরকে সংসদের বিরোধী দলের নেতা হিসেবে করার জন্য বেশ পাকাপোক্তভাবে আবেদন জানিয়েছিলেন।