বিএনপির রোডমার্চ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের যশোরে ফিরতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার।
সোমবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে শাহীন চাকলাদার এ হুমকি দেন।
সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ঝিনাইদহ-যশোর সড়ক হয়ে খুলনা অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি।
এদিকে আজ সোমবার বিকেলে শান্তি সমাবেশ ডেকে শক্তির মহড়া দিয়েছে জেলা আওয়ামী লীগ। সমাবেশে যশোরের আট উপজেলার দলীয় নেতা-কর্মীরা যোগ দেন।
সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে শাহীন চাকলাদার বলেন, তারেকের (তারেক রহমান) কথা শুনে যশোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিপদে পড়বেন। মামলা খাবেন। মামলায় যদি না থামেন, তাহলে কিন্তু আমাদের কাছে মার খাবেন।
শাহীন চাকলাদার বলেন, ‘আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ফলে লন্ডনে তারেকের কথা শুনে যশোরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিপদে পড়বেন।আপনাদের নেতা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাদের কথা শুনে যারা ঢাকার সমাবেশ, পদযাত্রা, রোডমার্চে অংশ নিচ্ছেন তাদের যশোরে ফিরতে দেওয়া হবে না। আপনার বাড়ির পাশে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী থাকেন।তাঁরা কিন্তু আপনাদের বাড়িঘর সব চেনেন। ফলে পরবর্তী সময়ে কী ঘটবে, সেটা আর এখানে বললাম না! রোডমার্চে যশোরে যদি আগুন–সন্ত্রাসী করেন; তাহলে কিন্তু খেলা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বক্তব্য রাখেন সচিব মোছা. মাহমুদ প্রমুখ।