যুক্তরাষ্ট্রসহ ঢাকার সাতটি দেশের দূতাবাস ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রাণহানি ও আহতদের জন্য শোক প্রকাশ করেছে।
সোমবার এক যৌথ বিবৃতিতে ঢাকায় অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের শোক প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়- অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে দূতাবাস সংশ্লিষ্ট সবাইকে সংযম, সহিংসতা থেকে বিরত থাকা এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।
এর আগে রোববার বিকেলে এক টুইট বার্তায় বিএনপির সমাবেশে সংঘর্ষের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এক টুইটে ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে তারা বলেন, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, সরকার পতনের একতরফা দাবি নিয়ে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির গণসভা হয়। এ উপলক্ষে ওই এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে বিএনপির সমাবেশ ভেঙ্গে যায়।
সংঘর্ষে এক পুলিশ সদস্য ও এক যুব নেতা নিহত হয়েছেন। এ ছাড়া বাস ও পিকআপসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে থানায় মামলার আসামি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।