সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর স্বার্থে ভারত ক্ষমতাসীন আওয়ামীলীগকে একক ভাবে সমার্থন দিয়ে যাচ্ছে।যার প্রমাণ ১৪ সালের নির্বাচনেও মিলেছে।কিন্তু তারা বলছে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিপক্ষে তাদের অবস্থান।অথচ বাস্তবে ভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে তারা। একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বন্ধ করতে তাদের চুপ থাকতে দেখা যাচ্ছে না।নিজেদের স্বার্থেই ক্রমাগত এমন কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বিএনপির ভিতরে থাকা ইন্ডিয়ান মালগুলা ইলেকশন করতেছে। হয় নৌকা নিয়া নাহয় স্বতন্ত্র। এইটা ইন্ডিয়ার আখেরি উপহার হাসিনাকে। এর বাইরে আর কিছু করার সামর্থ্য ইন্ডিয়ার নাই। হাসিনা ইন্ডিয়াকে যা দিয়েছে তা ইন্ডিয়া সারাজীবন মনে রেখেছে, কারণ ইন্ডিয়া বাংলাদেশে তার সব স্ট্রাটেজিক এসেট উন্মুক্ত করে দিলো। খোদাতায়ালা মেহেরবান, এভাবেই তিনি ইশারায় বান্দার উপরে তার রহমত বর্ষণ করেন।