রাজধানীর কোতোয়ালি থানায় ২০১৮ সালের নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে আদালত দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেক আসামিকে ১ বছর এবং দণ্ডবিধির ৩৫৩ ধারায় ২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ মাস জেল খাটতে হবে। তবে উভয় সাজা একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মোঃ আলাউদ্দিন, শওকত, মোঃ পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহমেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পী, ফজলুল হক মনি, হাজী মোঃ নাজিম। উদ্দিন ও মোঃ সোবহান
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বরে বিএনপি কর্মীরা জনমনে ভীতি সৃষ্টি করতে কোতোয়ালি থানা এলাকায় নাশকতা চালায়। পরে এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।