বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ক্ষমতাসীন দল আ.লীগকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে আন্দোলন বেগবান করার চেষ্টা চালালেও দলটি তেমন কোনো ফলপ্রসূতা পাচ্ছে না। এদিকে বিএনপির এই বিষয়টিকে বিএনপির ব্যর্থতা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলনের টার্গেট ব্যর্থ হচ্ছে। সরকারের উন্নয়নের জোয়ারে ডুবে যাচ্ছে তাদের আন্দোলন।
রোববার সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আন্দোলন ব্যর্থ হলেই বিএনপি আগু’ন-স”/ন্ত্রাসের পথে হাঁটে, অতীতেও তার প্রমাণ রয়েছে। সেই ভ”য় এখনো আছে। জনগণের অংশগ্রহণের অভাবে বিএনপির সরকার পতনের লক্ষ্যমাত্রা ব্যর্থ হয়েছে। বিএনপির আন্দোলন পথ হারিয়ে এখন নিরব পদযাত্রায় নেমে এসেছে। তাদের আন্দোলনে লোক নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো ঝামেলা সৃষ্টি করছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন তো অনেক হলো লংমার্চ, শর্ট মার্চ। ৫৬ হাজার বর্গমাইল- খুব বেশি তো না, কোথায় আর যাবেন। দেশের বাইরেও তো গেলেন লবিং করতে, লাভ তো হলো না। ’
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে বিএনপি পরাজিত হয়েছে। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে একটি অনির্বাচিত সরকার, আরেকটি ওয়ান ইলেভেনহয়। শেখ হাসিনা বাদে যে কেউ আসুক বিএনপির তাতে আপত্তি নাই। বিএনপির যে গোপন অভিসন্ধি, উদ্দেশ্য ও কর্মকাণ্ডের ধরন- তা থেকে এটাই স্পষ্ট হয়ে উঠছে।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথে আছে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সরে যাব না।
এদিকে তিনি আরো বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে না বললেও তলে তলে নির্বাচনে যাওয়ার বিষয়ে কাজ করে যাচ্ছে। এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দলীয়, নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিবে না। তাই বিএনপির কৌশলী বিষয়টি নিয়েও তিনি ভিন্ন তথ্য তুলে ধরলেন।