বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল মজিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল মজিদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছাবে বলে জানান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আবদুল মজিদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।