বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।
যোগদানকারী ২৫ জন অফিসারের মধ্যে ১৯ জন প্রাক্তন সেনা, ২ জন প্রাক্তন নৌ এবং ৪ জন প্রাক্তন বিমানবাহিনীর অফিসার। তাদের নাম নীচে তালিকাভুক্ত করা হয়.
২
১৯ জন সেনা কর্মকর্তা:
১ . ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর
২ . কর্নেল (অব.) আব্দুল হক
৩ . লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব
৪ . লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান
৫ . লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ
৬ . লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ
৭ . লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম
৮ . লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ
৯ . মেজর (অব.) আজিজ রানা
১০ . মেজর (অব.) কোরবান আলী
১১. মেজর (অব.) বাজাকিউল
১২ . মেজর (অব.) আফাজ
১৩ . মেজর (অব.) মুর্তজা
১৪ . মেজর (অব.) ছাবির
১৫ . মেজর (অব.) তানভীর
১৬ . মেজর (অব.) আল আমিন
১৭ . মেজর (অব.) মনিরুজ্জামান
১৮ . ক্যাপ্টেন: (অব.) গণিউল আজম
১৯ . লেফটেন্যান্ট ইমরান
২ নৌবাহিনী অফিসার:
১ . রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান
২ . কমোডর (অব.) মোস্তফা সহিদ
৪ জন বিমান বাহিনী কর্মকর্তা:
১ . এয়ার কমোডর (অব.) শফিক
২ . এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম
৩ . স্কোয়াড্রন লিডার (অব.) আখতার হাফিজ খান
৪ . স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম