বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থা নাজেহাল। বিশেষ করে বিআরটিএতে। প্রচুর পরিমানে হ/য়রানি হতে হয় সাধারন গ্রাহকদের। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ও নবায়নের ক্ষেত্রে জটিলতার যেন শেষ নেই। অথচ গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় সরকারের শীর্ষ এক ব্যক্তি অধীনে রয়েছে। অনেকে ক্ষেত্রে দেখা যায় কাজের বেলা নেই কিন্তু বক্তব্যে সেরা।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ।বহু কথা বলা ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের অধীন।বিআরটিএ’র অবস্থা এমনই যে, তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সক্ষমতাও নেই।ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্যে বিদেশি প্রতিষ্ঠান নিয়ে এসেছে।এমনই প্রতিষ্ঠান বিদেশ থেকে এনেছে যে, যারা একটি লাইসেন্স নবায়ন করতেও বছরখানেক সময় নেয়।
আমরা ড্রাইভারদের দোষ নেই যে, তাদের লাইসেন্স নেই,বৈধ লাইসেন্স নেই।
কিন্তু একটি লাইসেন্স করার জন্যে, নবায়ন করার জন্যে তাদেরকে যে ভোগান্তি পোহাতে হয়,ধারণা করি পৃথিবীতে দ্বিতীয় কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না।
আমাদের প্রায় সবকিছুই গল্পে আর বক্তৃতায় থাকে।