রাজশাহীর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী নগরীর বড়বনগ্রামের বাসা থেকে আরএমপির ডিবি পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে যায়। তাকে প্রথমে শাহমখদুম থানায় ও পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডাঃ ফামেতা সিদ্দিকা রাজশাহীর একটি মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক। তিনি ওই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত রোগী দেখেন।
পুলিশের দাবি ডাঃ ফাতেমা সিদ্দিকা জামায়াতের দাতা। তার বাড়িতে জামায়াতের গোপন বৈঠক হচ্ছে বলে পুলিশের কাছে তথ্য ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম পুলিশের একটি দল ওই বাড়িতে প্রবেশ করে। এরপর আরএমপির গোয়েন্দা শাখার কর্মকর্তা আসেন। পুলিশের গাড়িতে কিছুক্ষণ অবস্থান করে তারা ফাতেমা সিদ্দিকাকে তুলে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে আরএমপির মিডিয়া উইংয়ের মুখপাত্র এডিসি জামিরুল ইসলাম বলেন, ডাঃ ফাতেমা সিদ্দিকাকে আটক করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ফাতেমা সিদ্দিকাকে অপসারণের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মাজেদুর রহমান বলেন, শুনেছি ডা: ফাতেমা সিদ্দিকাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে তা আমরা এখনও জানি না।