পারিবারিক আয়োজনের মধ্যদিয়ে চলতি জুন মাসের গত ১৭ তারিখ ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুলেখা বেগম (২২) । এরপর বেশ ধুমধাম করেই বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি রওণা হন জুলেখা বেগম । তবে শ্বশুর বাড়ি যেতে না যেতেই এক অঘটন ঘটিয়ে বসেন তিনি
জানা যায়, নারায়ণগঞ্জের বন্দরে রাতে টয়লেটে যাওয়ার পর নিখোঁজ হন বলে জানা গেছে। শনিবার ভোর ৫টায় বন্দর থানার একরামপুরে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কনে।
নিখোঁজ কনে জুলেখা বেগম একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে বলে জানা গেছে। গত ২১ জুন মঙ্গলবার দুপুরে বন্দর থানায় তার স্বামী ইব্রাহিম মিয়া নিখোঁজ জিডি করেন।
জানা যায়, বাসর রাতে কনে জুলেখা বেগম তার স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুজি পর নববধূর কোনো হদিস না পেয়ে এ ঘটনায় বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।
এ ঘটনায় দুই পরিবারের মাঝে বেশ শোরগোল সৃষ্টি হয়েছে।
এদিকে এ বিষয়ে থানায় জিডি হওয়ার পরপরই নিখোঁজ নববধুকে উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।