বাবার বিরুদ্ধে খন্দকার মুশতাকের কাছে ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবির অভিযোগ করেন অসমবয়সী বিয়ে করে সমালোচিত ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা।
শনিবার বিকেলে গুলশান-১ এর একটি বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মুশতাক তাকে জিম্মি করে রাখেনি জানিয়ে তিশা বলেন, বাবার সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা হয়।
তিনি বলেন, আমাদের বিয়ের পর আমার বাবা এক ফুপার মাধ্যমে যোগাযোগ করে একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবি করেন। অনেক দিন এই কথা বলিনি। কারণ, আমি চাইনি আমার পারিবারিক সম্মান নষ্ট হোক। কিন্তু এখন এসব কথা বলতে হবে। এর প্রমাণও আমাদের কাছে আছে।
তিশা বলেন, ‘আমার বাবা বলেছেন, আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। জিম্মি করার কথাটা মিথ্যা। আমি নিজের ইচ্ছায় খন্দকার মুশতাককে বিয়ে করেছি। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে পারি। আমাকে কেউ জোর করেনি।
তিনি আরও বলেন, সে ‘তিশার বাব’ আমাদের হয়রানি করতে চান। কখনো কান্না, কখনো মানুষের সহানুভূতি চাওয়া। তার আচরণ আমাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছে।
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশতাকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিশার বাবা। সেসব অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন মুশতাক-তিশা।