Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / বাবা আমার স্বামীকে বাদে কাউরে ছাড়বে না, ওরা আমাকে বাঁচতে দিল না, নিজের চরিত্রকে খারাপ করি নাই : সেই রত্না

বাবা আমার স্বামীকে বাদে কাউরে ছাড়বে না, ওরা আমাকে বাঁচতে দিল না, নিজের চরিত্রকে খারাপ করি নাই : সেই রত্না

বিয়ের পর বাবা-মাকে ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসলেও বিনিময়ে শুধু দুঃখ-কষ্ট আর অপবাদ-লাঞ্ছনা ছাড়া কিছুই জোটেনি কপালে। দিনের পর দিন এই নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাওয়ায় একপর্যায়ে মৃত্যুর পথ বেছে এক গৃহবধূ। তবে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়ার আগে শ্বশুরবাড়ির লোকজনের দেয়া সব কষ্টের কথা ডায়েরির পাতায় লিখে যান তিনি।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহাবুব চৌকিদার মোবাইল ফোন ও স্বর্ণের চেইন চুরির অভিযোগ সইতে না পেরে বি”ষ” পা”ন করে আ’ত্ম””হ””ত্যা’ করেন।

ভোলার লালমোহনের চরভুটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত জান্নাতুল ফেরদৌস রত্না (২৫)। লিটনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

ডায়েরিতে রত্না লিখেছেন- ‘আমার জন্য দোয়া করবেন আমি যেন পরকাল ভালোভাবে বাঁচতে পারি। সবার মতো আমিও সুন্দর জীবনযাপন করতে চাই। কিন্তু এই সমাজ আমাকে বাঁচতে দেয়নি। মিথ্যা কলঙ্কের বোঝা নিয়ে সমাজে হাজির হতে চায় না। আমার বাবা-মা এবং স্বামীর সম্মানের দিকে তাকিয়ে আমি কখনো অন্য কারো সাথে কথা বলিনি, আমার চরিত্র নষ্ট করিনি। কিন্তু আজ আমি চুরি না করলেও সবার মুখে মুখে চোর।

“বাবা প্লিজ আমার স্বামীকে ছাড়া আর কাউকে ছেড়ে দেবেন না, ওরা সবাই মিথ্যাবাদী। আমার মামা ও শ্বশুরবাড়ির সবাই নাটেরগুরু। তারা সবাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আমি কতটা বিশ্বস্ত ও সৎ ছিলাম তা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ।মানুষের জীবন ছাড়া আর কি হতে পারে প্রিয়! আমি আমার জীবনের বিনিময়ে বলছি আমি চুরি করি নাই। এখন তোরা খুশি, সবাই খুশিই থাক।আর বেশি লিখলাম না।সমাজ নিয়ে অনেক কিছু বলার ছিল, এই সমাজে ভালো মানুষের কোনো মূল্য নেই।সবার কাছে আমার মেয়েদেরকে দেখার অনুরোধ রইল।আমি তাদের জন্য কতটা অনুভব করি তা ভাষায় প্রকাশ করতে পারব না।যার মা নেই সে বোঝে সন্তান কতটা অবহেলিত। মা ছাড়া আছে বাবা মা, পারলে তাদের দেখাশোনা কর, না পারলে জোর নেই।

নিহতের স্বামী লিটন জানান, আমার স্ত্রী’কে মিথ্যা অপবাদ দিয়ে আমার মা’মা’রা গা’লি’গা’লাজ করে। তাকে ”’আ”ত্ম”’হ”ত্যা” করতে বাধ্য করে।

এদিকে এ ঘটনার আলোকে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

About Rasel Khalifa

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *