বর্তমান সময়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের বছর খানেক বাকি, আর তার আগেই অনেকটা মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিরা। এবার ঢাকার একটি অভিজাত এলাকায় জঙ্গি সদস্য রয়েছে এমন সন্দেহে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রাজধানীর বনানীতে জঙ্গি সন্দেহে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে হোটেলটি ঘিরে ফেলে বনানী থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, নর্থ সিটি নামক হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি সেখানে জঙ্গি সদস্য রয়েছে।
তিনি আরও বলেন, বনানীর এই হোটেল ও একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রেখেছে। আমরা বিশ্বাস করি, জঙ্গিরা না”শকতার উদ্দেশ্যে এখানে থাকতে পারে। কয়েকদিন ধরে আমাদের কাছে তথ্য ছিল। তার ভিত্তিতেই অভিযানে নেমেছি।
তিনি আরো জানিয়েছেন, আমরা অভিযানের আমার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এই মুহূর্তে শুধু বাইরে চারিদিকে ঘিরে রাখা হয়েছে, যাতে তারা পালাতে না পারে। তবে আশা করছি আমাদের অভিযান সফল হবে এবং সন্দেহভাজনদের ধরতে পারবো।