সোশ্যাল মিডিয়ায় নিজের নামে ভুয়া আইডি খুলে বিভিন্নজনের কাছে টাকা দাবি করছে কিছু অসাধু লোক। তাই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী সাদিয়া মির্জা।
সোমবার বিকেলে রাজধানীর ভাটারা থানায় জান্নাত চৌধুরী আইডি নামে এক ব্যক্তির বিরুদ্ধে জিডি করেন তিনি।
সাধারণ ডায়েরি প্রসঙ্গে সাদিয়া মির্জা বলেন, “বেশ কিছুদিন যাবত জান্নাত চৌধুরী একটি আইডিতে আমার ছবি আপলোড করা শুরু করেন। প্রথমে ভেবেছিলাম কোনো ভক্ত হয়তো আমাকে ভালোবেসে ছবি পোস্ট করছেন।
কিন্তু গত শুক্রবার কেউ আমাকে জানায়, ওই আইডি থেকে তারা আমার হয়ে ৮১ হাজার টাকা নিয়েছে। এ ধরনের অন্যদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় বিভিন্ন অংকের টাকা। বাধ্য হয়ে আজ জিডি করলাম।
তিনি বলেন, কেউ হয়তো পেছন থেকে আমার সম্মান হানি করার চেষ্টা করছে।
শিল্পীদের একটি সামাজিক মর্যাদা আছে। এভাবে চলতে থাকলে ভক্তদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক খবর পৌঁছাবে। তাই আমার অবস্থান পরিষ্কার করতে আইনি ব্যবস্থা নিলাম। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সাদিয়া বলেন, আসলে মিডিয়ায় কাজ করতে হলে চোখ-কান খোলা রাখতে হবে। যে কেউ যেকোনো সময় পিছলে যেতে পারে। সম্মান অর্জন করা কঠিন। একটু অসাবধানতা সেই সম্মানকে নিমিষেই নষ্ট করে দিতে পারে।