ছড়িয়ে পড়া বিশ্বব্যাপি রোগের কারনে বিশ্বের অন্য দেশগুলোর মত বাংলাদেশেও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। সে কারনে আমদানিকৃত অনেক পন্যের দাম বেড়েছে। আর এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠার কথা মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক। এবার বাজেট গরীবের বাজেট নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে এবার বাজেট করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট কোভিড পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। এবারের বাজেটে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এই বাজেটে সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।’
প্রসঙ্গত, এবার বাজেট জনবান্ধব বাজেট এখানে দেশের নিম্ন আয় ও মধ্যম আয়ের মানুষের কথা মাথায় রেখেই বাজেট করা হয়েছে। এই বাজেটের মাধ্যমে দেশের সব শ্রেনীর মানুষ ভাল থাকবে।