পদ্মা সেতু তৈরী নিয়ে নানা প্রকার জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল। কিন্তু সব বাধাকে অতিক্রম করে বর্তমান প্রধানমন্ত্রীর সাহসি উদ্যোগ পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। তবে দুর্নীতে বিষয় উত্থাপন করে পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিরত থাকে বিশ্বব্যাংক। এবার পদ্মা সেতুর বিষয় নিয়ে প্র্রধানমন্ত্রীকে সম্পর্কে যা বললেন পিনাকী ভট্টাচার্য।
কোন দেশের রাষ্ট্রপ্রধান ভোটে জিতে অভিনন্দিত হয়। যেহেতু হাসিনার ভোটে জেতার সাহস নেই, তাই তার সেই অভিনন্দন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সাদেক হোসেন খোকা বেচে নাই তাও হাসিনার খোকার কাছে ভোটে হারার দুঃস্বপ্ন যায় নাই।
কিন্তু মানুষের তো শখ আহ্লাদ থাকে। অভিনন্দন পাওয়ার ইচ্ছা আছে, তাই পদ্মা সেতু থেকে ভোটে জিতার অভিনন্দন পেতে চান হাসিনা। মানে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক সেইটা বানায়ে অভিনন্দন পাওয়ার কী আছে। যদি সত্যিকার অর্থেই প্রকৌশল বিস্ময় হয়, তাহলে পদ্মা সেতুর প্রকৌশলী ও শ্রমিকরা সেই অভিনন্দন পাবেন।
এর মানে হাসিনা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। পদ্মা সেতুর শ্রমিকদের অভিনন্দন পাওয়ার অধিকারও কেড়ে নিতে চান তিনি।
এরপর শিশু হলেও শেখ হাসিনাকে অভিনন্দন জানাবে জনগণ। কেমন হবে সেই সময়ের আলাপ?
ওয়া ওয়া ওয়া। ডেলিভারি রুমের বাইরে নার্স বাচ্চা কোলে বাবাকে দেখাচ্ছে। শিশুর বাবার চোখে আনন্দের অশ্রু। কাপা কাপা গলায় বলবে, থ্যাংক ইউ পিএম।বাচ্চাটা তখন ওয়া ওয়া করে কান্না বন্ধ করে জয় বাংলা বলে চিৎকার করে উঠবে।
প্রসঙ্গত, নির্বাচনে জেতার আনন্দোটা পদ্মা সেতুর মাধ্যমে নিচ্ছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, শেখ হাসিনার ভোটে জেতার সাহস নাই বলেই ভোটে জেতার অভিনন্দনটা পদ্মা সেতুর মাধ্যমে নিচ্ছেন।