Sunday , January 12 2025
Breaking News
Home / Entertainment / বাগদান হলেও বিয়ে করতে পারছেন না ফারিয়া, নিজেই জানালেন কারন

বাগদান হলেও বিয়ে করতে পারছেন না ফারিয়া, নিজেই জানালেন কারন

বাংলা ছোট পর্দার বর্তমান সময়ের বেশ দাপটে অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে ভক্তদের মাঝে ‘অন্তরা’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। দীর্ঘ ৪ বছর চুটিয়ে প্রেমের পর অবশেষে ভালোবাসার মানুষের সাথেই চলতি বছরের গত ফেব্রুয়াতিতে বাগদান সারেন এই অচিনেত্রী। জানা যায়, ফারিয়ার হবু স্বামীর নাম মুনিম মাহফুজ রিয়ান। পেশায় তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা।

বাগদানের পর ফেসবুক পোস্টে ফারিয়া শাহরিন জানান, ‘এরকম অনেককেই চিনি যারা বিয়ে করেও ক্যারিয়ারের জন্য সিঙ্গেল হয়ে আছেন। কিন্তু আমার পক্ষে এতো লুকোচুরি করা সম্ভব না। লাইফ তো একটাই ভাই, আর বিয়ে এনগেজমেন্ট এসব অনেক পবিত্র জিনিস। লুকিয়ে চুলে পাক ধরা পর্যন্ত সিঙ্গেল থাকা সম্ভব না।’

তার ভাষ্য, ‘ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ; কিন্তু ইচ্ছা ছিল ক্যারিয়ার যখন তুঙ্গে থাকবে তখনই করবো শুভ কাজটা, ক্যারিয়ার পড়ে যাওয়ার পর না। আমি কাপুরুষ নই, আমি সিংহী। অন্তরাকে যারা ভালোবেসেছিলেন, তার এনগেজমেন্ট দেখে কষ্ট পাচ্ছেন সেই অন্তরা বাস্তবজীবনে ফারিয়া আর ৮-১০ টা মেয়ের মতো না।’

এদিকে বাগদানের পর প্রায় ৯ মাস পার হতে চললেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি ফারিয়া শাহরিন। গতকাল (৯ নভেম্বর) ছিলো তার জন্মদিন। বিশেষ দিনটিতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

ফারিয়া বলেন, ‘করোনার ভয়ে বিয়ে করতে পারছি না। তা ছাড়া আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বিয়েতে অনেক কাজ। অনেক মানুষকে দাওয়াত দিতে হবে। দেখা যাবে আমার বিয়ের অনুষ্ঠানে সবাই মাস্ক পরে ঘুরছে, আমাকেও মাস্ক পরতে হবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। দেখা যাবে আমার বিয়েতে এসে কেউ করোনায় আক্রান্ত হয়ে গেলেন।’

প্রসঙ্গত, কাজল আরেফিনের নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন ফারিয়া শাহরিন। আর এরপর থেকে ‘অন্তরা’ নামেই তাকে চিনে থাকেন ভক্তরা। এদিকে করোনা সংক্রমনের ফলে দীর্ঘদিন গৃহবন্দি হয়ে থাকার আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন ফারিয়া শাহরিন।

About

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *