সম্প্রতি রাজধানীতে স্পা সেন্টারের নামে নানা অনৈতিক কর্মকান্ডের চলচ্ছে। যার ফলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে বিভিন্ন বয়সের নারী পুরুষরা। এর মাধ্যমে সামাজিক মূল্যবোধ হারাচ্ছে সমাজ ব্যবস্থায়। হু/মকির মুখে পড়ছে সমাজ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তার ধারাবাহিকতায় অভিযান চালায় পুলিশ।
রাজধানীর গুলশানে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ১৯ নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, এসব স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। স্পা সেন্টারগুলো হলো গুলশান-১-এর লোটাস থাই স্পা, গুলশান-২-এর দ্য বেস্ট স্পা এবং অপ্পো থাই স্পা সেন্টার। অভিযানে ১৯ নারী ও ৬ পুরুষকে আটক করা হয়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব স্পা সেন্টারে স্পা না করে পতিতাবৃত্তি চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে চলছিল পতিতাবৃত্তি। পরে স্পা সেন্টার থেকে ২৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, স্পা নামে অনৈতিক কাজ পরিচালনা করায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আকটকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথাও জানায় তারা।