Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / বাইডেন ও সুনাকের সাথে সেলফি তোলা নিয়ে নতুন করে মুখ খুললেন ওবায়দুল কাদের

বাইডেন ও সুনাকের সাথে সেলফি তোলা নিয়ে নতুন করে মুখ খুললেন ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের প্রশ্ন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অনেক প্রধানমন্ত্রী জি-টোয়েন্টি সম্মেলনে গেছেন। কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানাতে কীভাবে সেলফি তুলেছেন তা তারা (বিএনপি) দেখে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ভবনে আয়োজিত ১৫০টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ছবি: বিটিভির সৌজন্যে

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে কার্যত এসব সেতু উদ্বোধন করবেন তিনি।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, একটা দল (বিএনপি) দিন-রাত প্রধানমন্ত্রীকে বিষোদগার করে। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে। এরা কী দেখে না? তার সঙ্গে তো বহু প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট তো শেখ হাসিনার সঙ্গে নিজেই সেলফি তুলেছেন। জি-২০ তেও তুলে, নিউ ইয়র্কেও তুলে। এটা নিজে থেকেই তুলে। অন্য কারও সঙ্গে তো তুলে না।

তারা আমাদের সমর্থন করুক বা না করুক সম্মান জানিয়ে তিনি বলেন, এতে আমরা খুশি- এমন নয়। তারা শেখ হাসিনাকে গুরুত্ব দিয়েছেন। এটা বুঝতে হবে। এটা কি বিএনপি বোঝে না?’

মির্জা ফখরুলের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিশ্বের অনেক মানুষ এখন তাদের দল সামলাতে পারছে না। চারদিকে আগু”ন। এসব ছেড়ে বাংলাদেশে এসে ফখরুল সাহেবকে উৎসাহ দেবে কে? ফখরুল তো প্রতিদিনই ভাষণ দিতে গিয়ে মিথ্যাচার করেন।’

পৃথিবীর সব সরকারের পতন হয়, এরশাদের সরকারেরও পতন হয় উল্লেখ করে কাদের বলেন, ‘৬৯ এ আমাদের এখানেও পতন হয়েছে। এরশাদ সরকারেরও পতন হয়েছে। বিরোধী দলেরও তো পতন হয়। তাদের (বিএনপির) কত আন্দোলনই তো ফেল করল। আমাদের দেশের বিরোধী দল এখন ভুল পথে আছে। আমি ফখরুল সাহেবকে বারবার বলেছি, তত্ত্বাবধায়ক সরকার বহু আগেই আজিমপুর করবস্থানে গেছে। ওইখানে ঘুমিয়ে আছে। তাকে জাগাবে কে? ওই দাবি আর তুইলেন না। মৃত জিনিস কী আর কখনও ওঠে আসে? শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন?’

বিএনপি নেতাদের প্রশ্ন করে তিনি বলেন, ‘যদি কোনো কারণে ক্ষমতার ময়ূর সিংহাসনের দেখা পান তখন কি পদ্মা সেতু ভাঙবেন? মেট্রোরেল ভাঙবেন, সড়ক-মহাসড়ক ভেঙে দেবেন? পারমাণবিক চুল্লি কি ভেঙে দেবেন? এ জন্যই বলেছি, ইউরেনিয়াম ফখরুল সাহেবের মাথায় ঢেলে দেব।’

দেশের স্বাধীনতা রক্ষায় আওয়ামী লীগকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, এই দেশকে ভালোবাসলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। এদেশে লাল সূর্যকে সবুজের মাঝে রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। আমাদের সাম্প্র”দায়িকতা ও জ”ঙ্গিবাদের দরকার নেই। তাদের সুযোগ দেওয়া যাবে না। তাহলে গণতন্ত্র ধ্বংস হবে।

About bisso Jit

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *