যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাষ্ট্রদ্রোহিতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন মো. মহিউদ্দিন সিকদার নামের এক ব্যক্তি।
রোববার (২৯ অক্টোবর) রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এ মামলায় তিনজন আসামি রয়েছে।
মামলায় আসামি করা হয়েছে মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন।
শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরেফী নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
জাহিদুল ইসলাম আরেফীর ডাক নাম বেল্লাল।
তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন।