ট্রাকের ধাক্কায় বাইক চালক হাকিম নামের এক যুবক প্রয়াত হয়েছেন। প্রয়ানের কালে তার বয়স ছিল ১৬ বছর। প্রয়াত হাকিম ছিলেন এসএসসি পরীক্ষার্থী। হাকিম মোল্ল্যা নিজের বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।
নড়াইলে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী হাকিম মল্যা (১৬) নামে এক মোটরসাইকেল চালক প্রয়াত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রয়াত হাকিম মল্যা সদরের ভদ্রবিলা ইউনিয়নের ছাগলচিড়া গ্রামের মফিজুর মল্যার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার মফিজুর মল্যা তার ছেলে হাকিম মলিয়ার জন্য একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন। সোমবার (১৮ জুলাই) বিকেলে নড়াইলের গোবরা-নওয়াপাড়া সড়কের আগদিয়ার চর এলাকায় তিনি ও তার বন্ধুরা মোটরসাইকেলে করে গোবরা থেকে আগদিয়া যাচ্ছিলেন। আহত হন হাকিম। এ অবস্থায় স্থানীয়রা হেকিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
উল্লেখ্য, দিন দিন সড়কে অনিয়ন্ত্রিত ও অপ্রাপ্ত বয়স্ক বাইকারদের ঝুকিপুর্ন বাইক চালানোর ফলস্বরুপ দিনের পর দিন বাইক দুর্ঘটনা বেড়েই চলেছে। নড়াইলে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে বাইক কিনে দেওয়ার মাত্র একদিনের মাথায় বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়াত ঘোষনা করেন।