Saturday , November 23 2024
Breaking News
Home / Entertainment / বাংলার সেই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে জয়া আহসান: কি হবে জীবন, যদি এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে

বাংলার সেই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে জয়া আহসান: কি হবে জীবন, যদি এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে

গতকাল রোববার (২০ নভেম্বর) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাংলা নাটকের বেশ সাড়া জাগানো অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তার এই অকাল মৃত্যুতে রীতিমতো শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে। বিগত বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলেন গুণী এই অভিনেত্রী।

ঐন্দ্রিলার বিদায়ের সময় তারই প্রতিধ্বনি এসেছিল দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়া আহসানের কণ্ঠে। জয়া বলেন, ‘আমি ঐন্দ্রিলাকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে ওই কিছু মানুষ থাকে না, যাদের দেখলেই কেমন যেন জীবন ঝকমকিয়ে ওঠে, ও ছিলো আমার কাছে তেমনই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও ঠিক যেমন জীবন হয়ে আমাকে কাছে ধরা দিয়েছে বারবার।

জয়া বলেন, ‘জীবনীশক্তিতে দৃপ্ত চোখ, জীবনের প্রতিটি মুহূর্ত আদর করে বেঁচে ছিলো মেয়েটা; সঙ্গে বাঁচার আসল মর্মটুকু শিখিয়ে যাচ্ছিল আমাদের প্রতিনিয়ত। কি হবে জীবন, যদি তা এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে? আজ ওর শেষযাত্রায় যে অসীম অনুপ্রেরণা রেখে গেল, তাতেই শান্তি আসুক। এমন অনুপ্রেরণা ভেন্টিলেশনের হাজার সূচকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যাওয়ার ক্ষমতা রাখে।’

জয়া মনে করেন, ‘ঐন্দ্রিলা আজ সেই অসীম শক্তিতে জয়ী। মৃত্যুর শোক ওকে ছুঁয়ে নতুন অর্থ পেল। ভালো থেকো লড়াকু মেয়ে, মনের মাঝে জীবন চেতনা হয়ে অমর থেকো আজীবন।’

চলতি নভেম্বর মাসের শুরু থেকেই হাসপাতালে জীবন ও মৃত্যুর সন্দিক্ষনে ছিলেন ঐন্দ্রিলা শর্মা। একটা অলৌকিক ঘটনার আশা করছিলেন সবাই। ভেবেছিলেন খুব শীঘ্রই আবারো তাদের কাছে ফিরে আসবেন তিনি। কিন্তু সেই আশা আর পূরণ হলো কারো।

About Rasel Khalifa

Check Also

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)

সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক …

41 comments

  1. -1 OR 3+141-141-1=0+0+0+1

  2. -1 OR 2+709-709-1=0+0+0+1

  3. -1 OR 2+1-1-1=1 AND 709=709

  4. -1 OR 2+1-1+1=1 AND 709=709

  5. if(now()=sysdate(),sleep(15),0)

  6. -1 OR 3+322-322-1=0+0+0+1

  7. 0’XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR’Z

  8. 0″XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR”Z

  9. (select(0)from(select(sleep(15)))v)/*’+(select(0)from(select(sleep(15)))v)+'”+(select(0)from(select(sleep(15)))v)+”*/

  10. -1); waitfor delay ‘0:0:15’ —

  11. -1; waitfor delay ‘0:0:15’ —

  12. -5 OR 418=(SELECT 418 FROM PG_SLEEP(15))–

  13. -5) OR 51=(SELECT 51 FROM PG_SLEEP(15))–

  14. -5) OR 19=(SELECT 19 FROM PG_SLEEP(15))–

  15. -1)) OR 681=(SELECT 681 FROM PG_SLEEP(15))–

  16. -1)) OR 722=(SELECT 722 FROM PG_SLEEP(15))–

  17. pbPCSrqF’ OR 310=(SELECT 310 FROM PG_SLEEP(15))–

  18. 1*DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(99)||CHR(99)||CHR(99),6)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *