Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / বাংলার রেহানাকে কাদিঁয়ে শেষ পর্যন্ত পুরষ্কার জিতে নিল রাশিয়া

বাংলার রেহানাকে কাদিঁয়ে শেষ পর্যন্ত পুরষ্কার জিতে নিল রাশিয়া

আজমেরি হক বাধঁন, বাংলাদেশের বিনোদন জগতের বড় একটি নামে পরিণিত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন বাংলাদেশের নাট্য জগতে। এবার সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সময়ের সেরা আলোচিত জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। নতুন খবর হচ্ছে, আজকের (১৬ জুলাই) দিনটির জন্য উন্মুখ হয়েছিলেন বাংলার মানুষ।

কারণ পৃথিবীর অন্যপ্রান্ত ফরাসি সাগরতীরে লড়াই করছেন ‘রেহেনা মরিয়ম নূর’ বা আজমেরী হক বাঁধন। অবশেষে বিশ্বখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার ঘোষণা এলো। প্রাপ্তি অনেক হলেও আনুষ্ঠানিক কোনও পুরস্কার পায়নি উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি আব্দুল্লাহ মোহাম্ম’দ সাদের ‘রেহা’না মরিয়ম নূর’ সিনেমাটি।

সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‌‘আনক্লেচিং দ্য ফিস্টস’। বিভাগের সবচেয়ে দামি পুরস্কার এটিই।

অন্যান্যগুলো হলো-

*স্পেশাল মেনশন: নোচে দে ফুয়েগো (চু’রির জন্য প্রার্থনা), তাতিয়ানা হুয়েজো
*সেরা মৌলিক: ল্যাম্ব, ভ্লাদিমির জোহানসন
*সাহসী কাজ: লা সিভিল, তেওডোরা আনা মিহাই

*এনসাম্বেল পুরস্কার: বোনে মে’রে, হাফসিয়া হার্জি

*জুরি পুরস্কার: গ্রেট ফ্রিডম, সেবাস্তিয়ান মাইস

এবারের কান উৎসব অনুষ্ঠিত হয়েছে ৭৪ তম বারের মত। আর এই আসরেই বাজিমাত করে দিয়েছে বাংলাদেশ। রেহানা মারিয়াম নুর নামের সিনেমাটি কাপিয়ে দিয়েছে সারা বিশ্বে।

About Ibrahim Hassan

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *