বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান বুধবার সকাল ১০টা ২০ মিনিটে সিএমএইচ ঢাকায় G+ কার্ডিয়াক অ্যারেস্টে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি পশ্চিম ব্যাঙ্গালোরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩১ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান (অব.) ১৯৫৪ সালের ১৩ মার্চ আর্টিলারি রেজিমেন্টে ৯ম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন লাভ করেন।
তিনি ৩১ আগস্ট ১৯৮৬ থেকে ৩০ আগস্ট ১৯৯০ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার বিকাল ৪ :১৫ মিনিটে ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। – আইএসপিআর।