গত দুই বিপিএলে ইমরুল কায়েসের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে বেশ নিয়মিত এই বাঁহাতি ব্যাটসম্যান। এ ছাড়া বর্তমান দেশের বাইরে বিভিন্ন লিগে খেলছেন তিনি। ক্রিকেটের মানুষ হলেও এবার বাংলাদেশের ইংরেজি বানানের ভুল ধরে খবরের শিরোনাম হয়েছেন কায়েস।
গত ডিসেম্বরে একটি টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের পর হংকং হয়ে দেশে ফেরার সময় তার আগমনী কার্ডে বড় এক ভুল পেয়েছেন তিনি। আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি ব্যাটার। ইংরেজিতে Bangladesh এর পরিবর্তে ‘Bnagladesh’ লেখা হয়েছে।
বুধবার (১০) জানুয়ারি, ইমরুল কায়েস তার ভেরিফায়েড ফেসবুকে আগমনী কার্ডের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, মানুষ ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু জায়গায় ভুল থাকলে তা সহজে মেনে নেওয়া কঠিন।
গতকাল আমি যখন হংকং থেকে ফ্লাইটে বাংলাদেশে আসছিলাম, তখন দেখলাম আগমনী কার্ডে বাংলাদেশের নামের বানান ভুল। এটা দেখার পর একই ফ্লাইটে আমার কিছু বিদেশী বন্ধু ছিল। ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায় এরপর বলে যে তোমাদের দেশে কি হয়।
তারা এটা নিয়ে একটু হাসাহাসি করছিল। কিন্তু আমি একরকম তাদের বুঝিয়েছিলাম যে, এটা একটা মুদ্রণ ভুল হতে পারে। আমি ভাবছি যারা দায়িত্বে আছেন তারা কী একবারের জন্যও এটা দেখেননি। এত বড় ভুলের জন্য আমাদের দেশের বড় সম্মান বহিরাগতদের কাছে নষ্ট হয় এবং তারা আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমি মনে করি আমাদের এখন দেখার সময় আসছে এবং এটি এমন কিছু যার কারনে আমরা সকলেই উদ্বিগ্ন।
এরপরই, পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা ভুলের সমালোচনা করেন।