সম্প্রতি নির্বাচন কেন্দ্র করে ব্যাপক আলোচনায় রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।শুধু তাই নয় আওয়ামীলীগের শীর্ষ নেতাসহ অনেক রাজনীতিবিদের কাছে বেশ আতঙ্ক কারণ তিনি।বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বন্ধুদেশের দৃষ্টি রয়েছে।কারণ বিগত দুটি নির্বাচন একতরফা করছে বর্তমান সরকার।আর সে জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ রয়েছে বিদেশিদের।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বাংলাদেশের মিডিয়া কতোটা দেউলিয়া হলে পিটার হাস কই গেলো সেইড্যা নিয়া খোজ লাগায়। বেক্কল গুলা জানেও না, পিটার হাস পুরা মার্কিন এডমিনিস্ট্রেশনের প্রান্তিক একজন মানুষ যার আদেশ বাস্তবায়ন করা ছাড়া তেমন কোন কাজ নাই৷ বাংলাদেশ নিয়া যে পরিকল্পনা করছে আমেরিকা সেইটা পিটার হাসের উপরে নির্ভর করেনা। পিটার হাস রোবট না মানুষ। তার ছুটি লাগে, পরিবারের সাথে দেখা করা লাগে, আর হ্যা তার অফিসের কাজেও ট্যুরে যাইতে হয়।