গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের জবাবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই ভেঙে পড়ে। দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হারার পর পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে বাংলাদেশের অবস্থান। তাদের এই ক্ষতি মোটেও কম নয়, টাইগারদের এই অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সর্বস্তরের মানুষ ছাড়াও তারকারাও এ নিয়ে কথা বলছেন।
জনপ্রিয় অভিনেতা জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা ৪টি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাঠে আমারই যেতে হবে।’।
বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক খোঁচা মেরে এই স্ট্যাটাস দিলেন এই অভিনেতা। বাংলাদেশ দলের একের পর এক পরাজয়ের পর নিজেকে মাঠে নামতে চান জায়েদ খান।
ভক্তরা মন্তব্যের ঘরে এই পোস্টে মন্তব্য করছেন। কেউ লিখেছেন, তোমাকে ছাড়া সেমিতে ওঠার কোনো সম্ভাবনা নেই! আবার কেউ লিখেছেন, তুমিই শেষ ভরসা! কেউ লিখেছেন, বড় ভাই এবার আপনি দায়িত্ব নিন! আবার কেউ বললেন, আমি জানি তুমি গেলে বাংলাদেশ জিতবে।
সম্প্রতি জানা গেছে, ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকায় পিরোজপুর থেকে ঢাকায় আসেন জায়েদ খান। কিন্তু অভিনয় জগতে প্রবেশের সঙ্গে সঙ্গে ক্রিকেটারের বদলে নায়ক হয়ে ওঠেন।
এক সাক্ষাৎকারে তিনি জানান, একসময় পিরোজপুর জেলা দলের ফাস্ট বোলার ছিলেন এই নায়ক। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই খুব সক্রিয় এই অভিনেতা। প্রায়ই নতুন ফটোশুট, নিজের কর্মকাণ্ড সবার সঙ্গে শেয়ার করেন তিনি। এসব দিয়েই সারা বছর আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি।