বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে জাইকা। বিদায়ের পূর্বমুহূর্তে সকল মন্ত্রীর সাথে দেখা করতে চান তিনি। ইতিমধ্যেই বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রীর সাথে একান্ত সাক্ষাৎকার আছেন এই জাইকা প্রতিনিধি। সাক্ষাৎকার বাংলাদেশ জাইকার এতদিনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
জাইকার বিদায়ী আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রেই ভালো করছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বিদায়ী বৈঠকে তিনি এ কথা বলেন। এদিকে, কাজে যোগ দিতে এক সপ্তাহ আগে জাইকার নতুন আবাসিক প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড বাংলাদেশে এসেছেন। মন্ত্রীর সঙ্গে দেখাও করেন তিনি।
ইয়ো হায়াকাওয়া বলেন, দীর্ঘ তিন বছর বাংলাদেশে কাজ করেছি। আমি এখানে বিভিন্ন সেক্টরে নিবিড়ভাবে কাজ করেছি। বাংলাদেশের অর্জন সত্যিই বিস্ময়কর।
তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে বলেন, দীর্ঘদিন এখানে কাজ করার পর আমরা অনুভব করছি যে বাংলাদেশ সব সেক্টরে ভালো করছে। ক-/সংকট মোকাবিলাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়।
দেশে নিযুক্ত জাইকার নতুন আবাসিক প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড বলেন, আমি গত ১০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছি। এখানে বিভিন্ন মেগা প্রজেক্টে কাজ করেছি। আমি জাপান ডেস্কে বসে মেট্রোরেল, মেঘনা-গোমতী-কাঁচপুর সেতু, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রেখেছি। তাই বাংলাদেশের সাথে আমার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশে না থাকলেও জাইকার ডেস্কে তাদের হয়ে কাজ করেছি। আমি অনেক দিক দিয়েই বাংলাদেশের সাথে অনেক ঘনিষ্ঠ।
জাইকা দাবি করেন গত ১০ বছর ধরে বাংলাদেশের হওয়া যত রকমের উন্নতি অবনতি সকল কিছুর সাক্ষী আমি। এই দশ বছরে বাংলাদেশে অনেক খারাপ সময়ের মুখোমুখি হয়েছে। তবে সে সব বাধা অতিক্রম করে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখেছি আমি। এই বিষয়টা সত্যিই প্রশংসনীয়।