জনপ্রিয় অভিনেএী সানি লি”ওন তার পরিচিত নাম গোপন করে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় তার ভিসা বাতিল করা হয় বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ ( Dr. Hasan Mahmud ) জানান। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে দশম মুক্তিযুদ্ধ ডকফেস্ট বাংলাদেশে ( Bangladesh )র উদ্বোধনী অনুষ্ঠান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। তিনি বলেন, ভারতীয় অভিনয় শিল্পীদের যে দলকে ভিসা দেওয়া হয়েছিল সানি লিওন ( Sunny Leone ) ছিলেন তাদের একজন। কিন্তু তিনি তার লিওন ( Leon ) নাম গোপন রেখে তিনি মার্কিন নাগরিক হিসাবে ভিসার আবেদন করেছিলেন।
পরিচয় গোপন করে অনুমতি নেওয়া অবৈধ। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসলে তার বাংলাদেশে ( Bangladesh ) আসার অনুমতি বাতিল করা হয়।
সানির আসল নাম কারেনজিৎ কৌর ( Karenjit Kaur ) ভোহরা। তিনি কানাডা ( Canada ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ( United States ) দ্বৈত নাগরিক। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ( government ) বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের দুর্দিন শেষ হয়েছে।
এবারের আয়োজনে বিশ্বের ১৯৬টি দেশ থেকে ২১ শতাধিক ছবি জমা পড়েছে। এর মধ্যে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে। এ সময় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ ( Asaduzzaman Noor ) অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রত্যেকে তার সঠিক পরচয় দিয়ে সকল কর্মকান্ড করা উচিত। অন্য দেশে ভ্রমনের জন্য তার সঠিক পরিচয় দিয়ে ভিসার আবেদন না করলে ঐ দেশ তাকে ভিসা দিবে না, এটাই সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত। ভারতীয় জনপ্রিয় অভিনেএী সানি বাংলাদেশে ( Bangladesh ) আসতে পারেন নাই বলে তার ভক্তরা কিছুটা হতাশ। তবে প্রত্যেককে তার নিজ পরিচয়ে চলবে এটাই স্বাভাবিক।