গন্তব্যে পৌছানোর ঠিক আগ মুহুর্তে হঠাৎই এক বিকট শব্দে উত্তর-পূর্ব গ্রিসের পালেওচরি গ্রামে বিধ্বস্ত হয় বাংলাদেশের জন্য সমরাস্ত্র পরিবাহী একটি কার্গো বিমান। এ ঘটনায় বিমানটিতে থাকা ৮ ক্রুয়ের সবাই প্রাণ হারান। দেশটির এক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
আজ রোববার আল জাজিরা, এএফপি এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে বিধ্বস্ত হওয়ার পর কার্গো বিমানটি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়।
সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নেবোজসা স্টেফানোভিক বলেছেন, বিমানের ৮ ক্রু সদস্যের সবাই দুর্ঘটনায় মারা গেছেন।
তিনি বলেন, আন্তোনভ অ্যান-১২ নামে কার্গো উড়োজাহাজটি প্রায় ১১ টন অস্ত্র ও মাইন নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।
এদিকে এ ঘটনায় প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, রাতে হঠাৎ করেই এক বিকট শব্দ শুনতে পান তারা। এরপর ঘরে থেকে বের হলে বিমান দুর্ঘটনার বিষয়টি চোখে পড়ে তাদের।