ছোট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে সমালোচনার শেষ নেই। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে অ্যাপটি নিষিদ্ধ করার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ‘বাংলাদেশ টিকটক চিরতরে নিষিদ্ধ হচ্ছে’ শিরোনামে একটি পোস্ট করা হয়। পেজ ও গ্রুপ গুলোর মধ্যে অন্যতম ‘এডুকেশনাল নিউজ অব বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’। ওই পোস্টগুলোর নিচে হাজার হাজার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে উদ্বেগের বিষয়টি হচ্ছে এসব নামে চলা ফেসবুক গ্রুপ এবং পেজের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯টা ৪২ মিনিটে ‘এডুকেশনাল নিউজ অব বাংলাদেশ’ নামের ফেসবুক পেজে এমন একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে লেখা হয়েছে, ‘ব্রেকিং নিউজ, জনপ্রিয় TikTok বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক।
অন্যদিকে, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ গ্রুপ থেকে এই পোস্টটি শেয়ার করা হলে তা ভাইরাল হয়ে যায়। গ্রুপের পোস্টে লেখা হয়েছে, “জনপ্রিয় TikTok বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হচ্ছে, সূত্র: বাংলাদেশ শিক্ষা বোর্ড”। যা সম্পূর্ণ গুজব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক গ্রুপ ও পেজ রয়েছে যেগুলোতে বাংলাদেশ সরকারের অফিসিয়াল মনোগ্রাম এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের মনোগ্রাম ব্যবহার করা হয়। কিছু পেজের কয়েক লক্ষ ফলোয়ার আছে এবং কিছু গ্রুপে দুই লক্ষের বেশি সদস্য রয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে কোনো পেজ বা গ্রুপ নেই। কিছু লোক মানুষকে বিভ্রান্ত করতে এবং ভুল তথ্য ছড়ানোর জন্য এগুলি চালাচ্ছে। কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও বিটিআরসিকে চিঠি দেওয়ার পাশাপাশি টেলিফোনেও বিষয়টি জানানো হয়েছে।