বলিউড সুপারস্টার অভিনেত্রীদের মধ্যে অন্যতম এক নাম নোরা ফাতেহি। যিনি অভিনয়ের পাশাপাশি একজন খ্যাতিমান নৃত্যশিল্পী হিসেবেও ভক্তদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এদিকে চলতি মাসের গত শুক্রবার (১৮ নোডম্বর) বাংলাদেশে দেখা মেলে গুণী এই তারকাকে। তার নাচ দেখতে অধীর আগ্রহে ছিলেন ভক্তরা।
তবে তিনি মূলত, উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতেই ঢাকায় এসেছিলেন তিনি। কিন্তু তার আসার আগেই শুরু হয় বিতর্ক। তবে শর্তসাপেক্ষে তাকে ঢাকায় আসার অনুমতি দেয় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গত শুক্রবার দুপুর ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে নগরীর লা মেরিডিয়ান হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যায় তিনি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB) এ উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেন। অনুষ্ঠানের মঞ্চে ৪০ মিনিটেরও কম সময় উপস্থিত ছিলেন নোরা। আর এই অনুষ্ঠানে যোগ দিতে ‘দিলবার’ খ্যাত বলিউডের আইটেম গার্ল নিয়েছিলেন প্রায় ১৫ লাখ টাকা (ভারতীয় মুদ্রায় ১১ লাখ ৮০ হাজার টাকা)। এছাড়াও তার যাতায়াত এবং হোটেলে থাকার জন্য আলাদা খরচ হয়েছে। নোরা আসার আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার পারিশ্রমিকের উপর ৩০ শতাংশ কর আরোপের জন্য চিঠি দিয়েছিল। সেই সঙ্গে তাকে দিতে হবে ২৫ শতাংশ ভ্যাট।
আয়োজকরা জানান, চুক্তি অনুযায়ী ৩০ শতাংশ কর অগ্রিম পরিশোধ করা হয়েছে। ঢাকায় আসার জন্য দেওয়া সব শর্তে তিনি এখানে অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানানো হয়েছে। তিনি যে ‘ডকুমেন্টারি’তে অংশ নিয়েছেন তার প্রমাণ দেখাতে হবে। বাংলাদেশের এনবিআরের নিয়ম অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে। জানা গেছে, অনুষ্ঠানে যোগ দিতে নোরা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা নেন। ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন’ কর্মসূচির ওপর একটি তথ্যচিত্রে অংশ নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চে তিনি পুরস্কার তুলে দেন। তবে এই অনুষ্ঠানে নাচেননি বলিউডের এই আইটেম গার্ল। সেখানে তিনি কয়েক সেকেন্ড অন্যদের নাচের সঙ্গে তাল মিলিয়েছিলেন।
তবে গুণী এই অভিনেত্রীর কোমর দোলা দেখতে না পেরে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন অনেকেই। একই সঙ্গে সব টাকা জলে গেছে বলেও দাবি করে কেউ কেউ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছন।