সম্প্রতি একটি কার্গো বিমান বাংলাদেশে আসার সময় গ্রিসে বিধস্ত হয়। এই নিয়ে গত ২৪ ঘন্টা যাবত অনেক মানুষের মধ্যে নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়। ওই বিমানে বাংলাদেশে সেনাবাহিনী ও বিজিবির জন্য কি ধরনের পন্য নিয়ে আসছিলো এই নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের সমালোচনা। তবে এবার প্রকাশ পেলো সকল ধরনের তথ্য।
ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, গ্রিসের কাভালায় বাংলাদেশে যাওয়ার পথে যে বিমানটি বিধ্বস্ত হয়, তাতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল ছিল। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বিমানের সকল ক্রু নিহত হয়েছেন। রোববার সার্বিয়া এ তথ্য জানিয়েছে। সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কার্গো বিমানটিতে ১১.৫ টন সামরিক সরঞ্জাম ছিল। এর মধ্যে মর্টার এবং প্রশিক্ষণ শেল অন্তর্ভুক্ত ছিল। এসব অস্ত্র সার্বিয়ায় তৈরি। এসব পণ্যের ক্রেতা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।