ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আর ব্রিটিশ ইউরোপীয় জাপানি গণতন্ত্র এক নয়। আমাদের দেশের ৯৯% লোকে বকলম। গণতন্ত্র ওই দেশের জন্য প্রয়োজন, যে দেশের মানুষ মোটামোটি শিক্ষিত, যে দেশের মানুষরাতে না খেয়ে ঘুমায় না, যে দেশের মানুষ রাতে মোটামোটি একটা ছাদের নিচে ঘুমায়, যে দেশের মানুষ মোটামোটি লেখাপড়া জানে, যে দেশের মানুষ পত্রিকা পড়ে পৃথিবী সর্ম্পকে তাদের একটা ধারণা তৈরি হয়। তাদের জন্য গণতন্ত্র। আর দেশের গণতন্ত্র হবে আমাদের দেশের লোকে যেটা অনুভব করে, যেটা চায় সে অনুসারে।’
শাহজাহান ওমর শনিবার ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাকাঠি ইসলামী কমপ্লেক্স ময়দানে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া শাহজাহান ওমর বলেন, ‘আমাদের দেশের লোকে চায় সুখে শান্তিতে বসবাস করতে। আমাদের দেশের ছেলেরা চায় রিলিফ পাইতে, একটু খাল-বিল রাস্তায়…। আমাদের দেশের মেয়েরা চায় গর্ভকালীন ভাতা পেতে। সামনে নির্বাচন হবে, বিরোধীদল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে। আমি যখন আপনাদের দলে যোগ দিয়েছি, বিরোধীদল আর থাকে? এই বরিশাল বিভাগে আর বিরোধীদল থাকবে না। এই আস্থা আমার ওপরে প্রধানমন্ত্রীর আছে।’
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মহাজ্ঞানী, আল্লাহ তাকে চারবার প্রধানমন্ত্রী করেছেন। তার শক্তি, সাহস, মেধা ও শারীরিক অবস্থা দেখেছি, তিনি আরও অন্তত দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন। বাংলাদেশে আজ নানা ষড়যন্ত্র চলছে, কেউ কেউ বলছেন ভোটকেন্দ্রে বেশি মানুষ আসবে না। আমার অনুরোধ ৭০% ভোট দেওয়ার জন্য। কারণ কিছু দেশ যারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, শেখ হাসিনাকে দাবিয়ে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সুবিধা নিতে চায়। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে, তাকে দাবানো অত সোজা না, তার কাছ থেকে অযাচিত সুবিধা আদায় করা সম্ভব না।’
এসময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সঞ্জীব কুমার বিশ্বাস, কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: বদিউজ্জামান বদু সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুণ শিকদার, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আফরোজা আক্তার লাইজু প্রমুখ।