এরই মধ্যে শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা। আগামীকাল থেকে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩-এর ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এর আগে আজ অধিনায়ক দিবসের আয়োজন করা হয়েছিল যাতে দশটি দলের অধিনায়করা অংশ নেন। আর এই ক্যাপ্টেনের বৈঠকেই অদ্ভুত কাণ্ড করল আইসিসি।
আজ আয়োজিত অধিনায়ক সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও উপস্থিত ছিলেন। তবে টাইগার অধিনায়ককে পাকিস্তানের অধিনায়ক করেছে আইসিসি।
মূলত ভুল করেই বাংলাদেশ অধিনায়ককে পাকিস্তানের বানিয়ে দিয়েছে আইসিসি। সাকিব যখন মাইক হাতে কথা বলছিলেন তখন টিভি পর্দায় লেখা ওঠে , ‘ক্যাপ্টেন, পাকিস্তান’। মূলত গ্রাফিক্স টিমের ভুলের কারণেই ঘটেছে এমন ঘটনা। ইতিমধ্যেই এমন ত্রুটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এদিকে আজকের ক্যাপ্টেন দিবসে আরেকটি মজার ঘটনা ঘটেছে। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। এর আগে আজ, সাকিব আল হাসান-জস বাটলার, রোহিত শর্মা ফটো সেশন থেকে কুশল বিনিময় করেন।
এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন দশটি দলের অধিনায়ক। তবে অনুষ্ঠানের মাঝখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।