Saturday , November 23 2024
Breaking News
Home / National / বাংলাদেশের সকল হজ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিলো সৌদি সরকার

বাংলাদেশের সকল হজ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিলো সৌদি সরকার

মুসলিম সম্প্রদায়ের সকল পবিত্র ইবাদতের মধ্যে অন্যতম একটি হজ। প্রতিবছর বিশ্বের সকল দেশের মুসলিম ব্যক্তিরা এই হজের উদ্দেশ্যে সৌদি আরব পাড়ি জমিয়ে থাকে। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে। সকল হজ যাত্রীদের হজের উদ্দেশ্যে এই সকল নিয়ম-কানুন অনুসরন করতে হয়। সম্প্রতি বাংলাদেশী হজ যাত্রীদের প্রতি নতুন নির্দেশনা দিলো সৌদি। এই বিষয়ে বিস্তারিত উঠে এলো প্রকাশ্যে।

নতুন বছরের (২০২২) প্রথম দিন থেকে বাংলাদেশের সকল হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশস্থ সৌদি দূতাবাস জরুরি এক নোটিশে জানিয়েছে, আগামী বছর থেকে সৌদি আরবের ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হবে। নোটিশে বলা হয়েছে, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কনস্যুলার সেকশন বাংলাদেশের সকল হজ ও ওমরাহ অফিসের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি (বায়োমেট্রিক সিস্টেম) চালু করার কারণে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি হাজিদেরকে বায়োমেট্রিক সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে মোবাইলে গুগল প্লে অথবা আইওএস হতে (সৌদি ভিসা বায়ো) নামে অ্যাপ ডাউনলোড করতে হবে। যা আগামী ১ জানুয়ারি ২০২২ হতে কার্যকর হবে।

নতুন রেজিস্ট্রেশন পদ্ধতিতে হজ ও ওমরাহ যাত্রী (আঙ্গুলের ছাপ এবং একটি ছবি) নিবন্ধন করানোর জন্য ইতোপূর্বে হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে লিংকসহ জানানো হয়েছে। নোটিশে আরও বলা হয়, বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীগণ উক্ত অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও প্রক্রিয়া সম্পন্ন ব্যতীত কেউ হজ ও ওমরাহর জন্য কোন ভিসা পাবেন না। হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিদেরকে উক্ত তারিখের পর নির্ধারিত লিংকের মাধ্যমে উক্ত অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।

প্রতিবছরেই হজের উদ্দেশ্যে সৌদি আরব লাখো মানুষ সমবেত হলেও গত দুই বছর ধরে বৈশ্বিক মহামারির কবলে পড়ে নানা ধরনের সংকট দেখা দিয়েছে হজ কার্যক্রমে। তবে বৈশ্বিক মহামারি এড়াতে সীমিত সংখ্যাক ব্যক্তিদের নিয়ে হজ পালন করেছে দেশটি।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *