সম্প্রতি রোজাকে কেন্দ্র করে দ্রব্যে মূল্যের উধ্ব গতি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হচ্ছে নানা মহলে।যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে রোজাকে সামনে রেখে দূব্য মূল্য নিয়ন্ত্রনে কাজ করছে সরকার। কিন্তু বাস্তবে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে।সরকারের পক্ষ নানা পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে সঙ্গে তেমন মিল দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আমি তো হিন্দু হইয়া জানি ক্যান ইফতারে খেজুর লাগে? কারণ ইফতারে খেজুর রাসুলে করিমের সুন্নত। হাসিনার মন্ত্রী বাংলাদেশের হিন্দু হইলে এমনকি নাস্তিক হইলেও জানতো যে ইফতারে ক্যান খেজুর লাগে। বাংলাদেশে বাস করলে এই প্রশ্নের উত্তর সবার জানা থাকে।
তাইলে উই কী? আর আসিছে কুন্টি থিকা?