জাতিসংঘ বিশ্বের কোথাও নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক মন্তব্য করে বলেন, জাতিসংঘকে পর্যবেক্ষক পাঠাতে হলে সেক্ষেত্রে এখতিয়ার দিতে হবে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতিসংঘ কি বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে? জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘না।
আমার যত দূর মনে পড়ে, জাতিসংঘ এখন নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না তার সুনির্দিষ্ট ম্যান্ডেট থাকে।’
এদিকে আগামি ৭ জানুয়ারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচন নিয়ে দারুন আলোচনা সমালোচন শুরু হয়েছে দেসশ জুড়ে। এদিকে যুক্তরাষ্ট্র নির্বাচনে সকল দলের অংশ গ্রহন চায়, যার কারনে দেশটি সরকারের ওপর ক্রমাগত চাপ দিয়ে আসছে।