ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি মন্তব্য করেছেন, রাশিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামেনি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এদিন বাংলাদেশে আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থানের ঝুঁকি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সাম্প্রতিক বক্তব্যের প্রতি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
জবাবে আলেকজান্ডার মান্তিতস্কি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌ-বাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্র বন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিল। সেটাই তুলে ধরতে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে, রাশিয়া বাংলাদেশের নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামেনি। তবে তারা (পশ্চিমারা) কী করেছে এবং তারা কী করতে পারে তা আমরা তুলে ধরেছি।
এর আগে গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ সম্পর্কে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে আরব বসন্তের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর রাশিয়ান নৌবাহিনী চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করে। এ সময় রাশিয়ান নৌবাহিনীর দুই সাবেক সদস্য বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে আসেন। সংবাদ সম্মেলনে সেই সময়ের কথা মনে করিয়ে দেন তারা। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি।
রুশ নৌবাহিনীর সাবেক সদস্য ভিটালি গুবেনকো বলেন, ৫০ বছর পর এখানে আসছি, নতুন বাংলাদেশ দেখছি। এখানে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। আমি এটা দেখে খুব খুশি।