Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / বাংলাদেশের টাইগারদের যেভাবে বোকা বানিয়েছিলেন ধোনি

বাংলাদেশের টাইগারদের যেভাবে বোকা বানিয়েছিলেন ধোনি

তাকে বলা হয় ভারতীয় ক্রিকেটের পরশপাথর। তার ছোঁয়ায় আমূল বদলে গিয়েছে টিম ইন্ডিয়া। রেলের টিকিট চেকার ছিলেন, সেখান থেকেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক হয়েছিলেন তিনি। অনেকের চোখে তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কও। মহেন্দ্র সিং ধোনির কথা বলা হচ্ছে।

ধোনি তার ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে ভারতীয় রেলওয়েতে টিকিট চেকার হিসেবে কাজ করেছিলেন। এই কারণে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলের দায়িত্বে ছিলেন। সেখানে থাকাকালীন বাংলা শিখেছেন মাহি। এমনকি ভাষা জানার কারণে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দেরও বোকা বানিয়েছিলেন।

সম্প্রতি একটি সংস্থার বাণিজ্যিক দূত হয়ে কলকাতায় গিয়েছিলেন ধোনি। সেখানে প্রচারণার ফাঁকে ক্রিকেট, কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাংলা জানা নিয়ে কথা বলেন ধোনি। এ সময় তার বাংলা ভাষা জানা নিয়ে যে ঘটনার গল্প বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

এই প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, “খড়গপুরে যখন রেলে চাকরি করতাম, তখন আমি বাংলা খুব ভালো বুঝতাম।” এখন বলতে গেলে হয়তো ভুল হতে পারে। কারো কারো কাছে খারাপ লাগতে পারে।

এরপর বিশ্বকাপের দুই সংস্করণেই ভারতকে জয়ী করা অধিনায়ক বললেন বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে মজার ঘটনা। ধোনি বলেন, ‘আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা-আরে, এ তো বাংলা বুঝতে পারে!’

ধোনির ঘটনা শুনে হলরুমে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন। ধোনি বাংলাদেশের মাটিতে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে তিনটি সংস্করণে ৩৪টি ম্যাচ খেলে ২৫টি ম্যাচ জিতে নেন। এমনকি টাইগারদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় তার।

About bisso Jit

Check Also

থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো কট ব্যারিস্টার শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কাঁঠালিয়া থানার একটি মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *