শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, কিন্তু সত্যি! বিশ্ব মোড়ল হিসেবে খ্যাত ডোনাল্ড ট্রাম্পের পরিধান করা শার্ট ও টাই গুলি বাংলাদেশে তৈরি হয়। আর শুধু তা-ই নয়, ট্রাম্প এক সাক্ষাৎকারে এসব শার্ট ও টাইকে বিশ্বের সেরা বলে মন্তব্য করেছেন।
২০১৭ সালে, যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন একটি টিভি সাক্ষাৎকারে এই গোপন তথ্যটি প্রকাশ পায়। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তার শার্ট এবং টাই কোন দেশে তৈরি? ট্রাম্প বলেন, “আমি জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের।”
তখন উপস্থাপকের সহকারী শার্ট এবং টাই দেখে বলেন মেড ইন বাংলাদেশ। এটা শুনার পর ট্রাম্প বলেন, হতে পারে। তবে এটাই বিশ্বসেরা। ডোনাল্ড ট্রাম্প একজনই তার সম্পর্কে বর্ণনার জন্য নির্দিষ্ট কয়েকটি শব্দ যথেষ্ট নয়।
ট্রাম্প শার্ট, প্যান্ট, কোট টাই পরতেই বেশি ভালোবাসেন। তবে বাসায় তিনি সাধারণ পোশাক পরেন। কোট আর প্যান্ট আমেরিকার বিশেষ একজন দর্জি বানিয়ে দিলেও শার্ট আর টাই যে ব্র্যান্ডের ব্যবহার করেন, সেই ব্র্যান্ড এগুলো বাংলাদেশ থেকে বানিয়ে নেয় এবং সেখানে মেইড ইন বাংলাদেশ লেখা থাকে।