Friday , November 22 2024
Breaking News
Home / opinion / বাংলাদেশকে দরবেশ বাবা নাকি ২০৪১ সালে উন্নত দেশ বানাবে: পিনাকী

বাংলাদেশকে দরবেশ বাবা নাকি ২০৪১ সালে উন্নত দেশ বানাবে: পিনাকী

সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীসহ নানা মহলের ব্যক্তিরা দেশ সম্পর্কে নানা ধরনের কথা বলছেন।তাদের ভাষায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান এখন অনেক ভাল। শুধু তাই নয় অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌছাবে।বিয়ষটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

ফ্রান্সে ডাক্তারকে আমরা এক বছরে ভ্যাট সহ ২০ ইউরোর স্যাম্পল দিতে পারি। বছরে দুইবার ভ্যাট সহ তিরিশ ইউরো করে একেকবার লাঞ্চ বা ডিনার করাতে পারি। বছরে দুইবার ভ্যাট সহ একেকবার পনেরো ইউরো করে স্ন্যাক্স খাওয়াতে পারি। কোন বই বা প্রফেশনাল ম্যাগাজিনের সাবস্ক্রিপশন কিনে দিতে পারি ৩০ ইউরো করে, বছরে মোট ১৫০ ইউরো। সবকিছুই প্রফেশনাল, সাইন্টিফিক কারণের সাথে যুক্ত হতে হবে। আসেন ভাই ডিনার করে আসি সেটা বললে চলবে না। আর তিরিশ ইউরোতে আপনি ভালো একটা রেস্টুরেন্টে ডিনার করতেও পারবেন না।

এর বাইরে কিছু করলে ডাক্তার তো বটেই আমাকেও জেলে ভরে দেবে। পেনশন ফান্ড থেকে জরিমান করবে। লাইফ একেবারে নরক বানিয়ে দেবে।

আর বাংলাদেশকে দরবেশ বাবা নাকি ২০৪১ সালে উন্নত দেশ বানাবে। ও কি বুঝে উন্নত দেশ কাকে বলে? সকালে বিকালে ডাক্তারদের টাকা দেয়াটা যার কাছে “মার্কেটিং” সে আসছে আমাদের উন্নত দেশ শিখাতে।

About Babu

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *