গভীর রাতে এক ভিডিও বার্তায় অসম বিয়ের ঘটনায় আলোচিত মুশতাক-তিশা দম্পতি বাঁচার আকুতি জানিয়েছেন। সোমবার রাত দেড়টায় দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম পাঠানো এক ভিডিও বার্তায় তারা এ দাবি জানান। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।
ভিডিও বার্তায় মুশতাক-তিশা দম্পতি বলেন, আমাদের কি এদেশে বাঁচার অধিকার নেই? আজ এক ব্যক্তি প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে আমাদের দুজনকে গু/লি করে হ/ত্যার হু/মকি দিয়েছেন। আমরা শঙ্কিত।আমরা বাঁচতে চাই। আমি নিরাপত্তা চাই। বইমেলায় যেতে চাই। আর যে এই হু/মকি দিয়েছে তাকে গ্রেপ্তার দেখতে চাই।
মুশতাক আরও বলেন, আমরা নিরাপত্তা চেয়ে শনিবার রাতে শাহবাগ থানায় একটি জিডি করেছি। এদিকে নতুন একটি ভিডিও আমাদের নজরে এসেছে যেখানে আমি ও আমার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাকে গু/লি করে হ/ত্যার হু/মকি দিয়েছি। আমি তার বিচার চাই। জীবনের নিরাপত্তাও চাই। আমরা শরিয়া অনুযায়ী বিয়ে করেছি। আমরা কোনো অন্যায় করিনি।
একই বিষয়ে সিনথিয়া ইসলাম তিশা বলেন, আমি একজন নারী, একজন মানুষ। আমার অপরাধ কি? আমার বেঁচে থাকার অধিকার নেই? কেন তিনি প্রকাশ্যে এভাবে হু/মকি দেবেন? আমরা শরীয়ত অনুযায়ী বিয়ে করেছি।
অসম বয়সের প্রেমের গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। এরপর বইমেলায় নিজেদের নিয়ে দুটি বই প্রকাশিত হলে আবারও আলোচনায় আসেন তারা।
এরপর গত শুক্রবার মিজান পাবলিশার্সের স্টলে কয়েকজন ছেলে স্লোগান দিতে থাকলে বইমেলায় উপস্থিত আনসার সদস্যদের নিরাপত্তায় মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন দম্পতি। এরপর শনিবার রাতে শাহবাগ থানায় জিডি করেন ওই দম্পতি। এরই মধ্যে, আবারও হ/ত্যার হুমকির একটি ভিডিও বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দম্পতি শঙ্কিত হয়ে পড়েন। তবে এমন হু/মকি উপেক্ষা করে আবারও বইমেলায় যাওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত এই দম্পতি।