বিমানে ভ্রমনরত অবস্থায় ঘুমের মধ্যেই ‘হেলেন রোডস’ নামে এক ব্রিটিশ নারীর আকস্মিক মৃত্যু হয়েছে বলে এক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তার অপ্রত্যাশিত মৃত্যুতে পররিবার-স্বজনদের মাঝে বইছে কান্নার রোল।
এর আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বিমানযোগে হংকং থেকে যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি।
রোডসের বন্ধু জেন জেজে তার পরিবারের জন্য অনুদান চাইতে লিখেছিলেন, গত শুক্রবার (৫ আগস্ট) যখন রোডসের লা/শ বিমানের সিটে নিথর অবস্থায় পড়েছিল।
তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ করে স্বামী ও সন্তানদের সামনেই তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি আট ঘণ্টা ঘুমিয়েছিলেন। রবিবার পর্যন্ত মরদেহ ফ্রাঙ্কফুর্টে ছিল। বিমানটি সেখানে অবতরণের পর পরিবারটি যুক্তরাজ্যে চলে যায়।
অনুদান থেকে প্রাপ্ত অর্থ রোডসের মরদেহ সৎকার তার পরিবারের জন্য সহায়তার দিকে যাবে।
এদিকে এক সূত্রে আরো জানা গেছে, দীর্ঘ ১৫ বছর ধরে স্বামী-সন্তান নিয়ে হংকংয়ে বসবাস করছিলেন প্রায়ত ঐ নারী। পেশায় ধাত্রী ও একজন ধনুকের সরঞ্জামের ব্যবসায়ী ছিলেন তিনি।