Friday , September 20 2024
Breaking News
Home / opinion / বাঁচবো কি না জানিনা, তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই: সিদ্দিকী নাজমুল

বাঁচবো কি না জানিনা, তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই: সিদ্দিকী নাজমুল

বাংলাদেশের রাজনীতিতে একটা সময় সিদ্দিকী নাজমুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে লড়ে গেছেন। এই রাজনৈতিক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকছেন। তিনি দেশের বাইরে থাকলেও দেশের সকল খবর রাখেন। এদিকে, এই রাজনৈতিক ব্যক্তি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত বিষয় শেয়ার করেন। তেমনি এবার তার সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন তিনি।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হা”র্টে তিনটি ব্ল”ক ধরা পড়েছে। শনিবার (১৭ জুলাই) লন্ডনের একটি হাসপাতালে তার হা”র্টে অ’পা’রে’শ’ন হয়।

প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।

নাজমুলের সুস্থতার জন্য সবার দোয়া চান খোকন।

এর আগে গত ১৮ জুন ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন সিদ্দিক নাজমুল। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছাত্রলীগের সাবেক এ নেতা লিখেছিলেন-

“সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। বাঁচবো কি না জানিনা। তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই, আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনারে মেনেই করতাম এবং করি। কোনদিন তার বাইরে যাইনি।

সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলি নাই বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায় আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি। আর শেষ কথা হলো বাংলাদেশে কোন ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির ঠিকাদারি দালালি পদ বাণিজ্য কখনও করিনি লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম। কিন্তু আমার কপাল ভালো না কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে অনেকগুলো ব্লক ধরা পড়েছে। ওপেন হার্ট” সা’র্জা’রী করতে হবে, হয়তোবা আজকালের মধ্যেই করবে সরকারি হাসপাতালেই করবে কারণ এই দেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না, যে কোটি টাকার অপারেশন।

যদি ম”রে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্র’তি’হিং’সা’র শি’কা’র হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফছোছ হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না।

আপা আপনিই আমার মমতাময়ী জননী স্নেহময়ী ভগিনী, আপনাকে অনেক ভালোবাসি। ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন আপনাদের আর যন্ত্রণা দিবো না।

এস এন আলম
বার্থ হাসপাতাল (এন এইচ এস )
লন্ডন
১৮-০৬-২১”

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও তার মন দেশে পড়ে রয়েছে। এছাড়া দেশের সিনিয়র রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সমট তার খোঁজ নেওয়ার কথা বলেন। তবে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

About

Check Also

বাঁধন নৌকার লোক বলে কঠিন পরিণতি ভোগ করতে হইতো: পিনাকি

ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *