Sunday , January 5 2025
Breaking News
Home / Entertainment / বহু মূল্যবান ব্যাগ চুরি যাওয়ার পর, অরুণা আপনার দোহাই লাগে, চুরি না করতে পারলে আমরা নিষ্কলুষতা কলঙ্ক নিয়ে মারা যাবো

বহু মূল্যবান ব্যাগ চুরি যাওয়ার পর, অরুণা আপনার দোহাই লাগে, চুরি না করতে পারলে আমরা নিষ্কলুষতা কলঙ্ক নিয়ে মারা যাবো

সম্প্রতি অরুণার বহুমূল্যবান ব্যাগ চুরি হয়ে যায় এফডির মধ্য থেকে। যে ঘটনার তীর্ব নিন্দা জানিয়েছেন, এফডিসির সকল সদস্যবৃন্দরা। ভবনটি সিসি ক্যামের আওতায় থাকা শতেও সকলের চক্ষু আড়ালে চতুরতার সাথে অরুণার মূল্যবান ব্যাগ চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় চোর।

ঘটনাটি গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৭ তলায় একটি অনুষ্ঠান থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়। এক সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নিখোঁজ জিনিসপত্র।

এদিকে, এফডিসির মতো গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা থাকার পরও চোর ধরা না পড়ায় অনেক খারাপ অভিজ্ঞতার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

বুধবার (২৪ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, ‘আমার অভিজ্ঞতায় এফডিসির নিরাপত্তারক্ষীরা নিশ্চয়ই জানেন যে এফডিসির ভেতরে একটি সংগঠিত গ্রুপ আছে, যারা চুরি করে। সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে কিছু ক্লু পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমাদের নিজস্ব প্রোগ্রামে এত বহিরাগতরা কীভাবে আসে, আমরা সবাই কমবেশি জানি। হয়তো আমি আমার ক্ষতি পূরণ করতে পারি। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যেন কারো না হয়।

এই ঘটনার পর যখন এফডিসিতে সমালোচার ঝড় বইছে ওই মূহুর্তে এক ব্যাক্তি চোরদের সমালোচানা করে বিতর্কিত মন্তব্য করেন তিনি লিখেছেন, এটি হলো চোরের দেশে চোর থাকবে না তাহলে কি ভালো মানুষ আর ফেরেশতা থাকবে? আমরা চোরের জাতি, চুরি আমাদের অহংকার, অহংকার। দয়া করে অরুণা, আমাদের ৫১ বছরের ঐতিহ্যকে এভাবে অপমান/নষ্ট করবেন না। আপনার দোহাই লাগে এভাবে ১৬ কোটি মানুষ অপবিত্রতার কলঙ্ক নিয়ে মারা যাবে যদি তারা চুরি না করে।

About Nasimul Islam

Check Also

ডিভোর্সের ৭ বছর পর বিয়ে করলেন তাহসান, জানা গেল পাত্রীর পরিচয়

নতুন বছরের শুরুতে ভক্তদের জন্য আনন্দের খবর নিয়ে এলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *