Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / এবার পদ্মা সেতুতে বসা ও সেলফি তুলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত কাল থেকে গুনতে হবে জরিমানা

এবার পদ্মা সেতুতে বসা ও সেলফি তুলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত কাল থেকে গুনতে হবে জরিমানা

বহু অপেক্ষার পর অবশেষে উদ্বোধনের পর খুলে দেওয়া চলাচলের জন্য পদ্মা সেতু। এক নজর সেতু দেখার জন্য ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। তবে কোন ভাবে তারা আইন না মেনেই পদ্মা সেতুর উপর বিশৃঙ্খল ভাবে চলাচল করছে সাধারন মানুষ। এবার এসব অনিয়ম ঠেকানোর জন্য নতুন আইনের কথা জানাল কর্তৃপক্ষ।

আগামীকাল (সোমবার) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানা করা হবে। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

রবিবার (২৬ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজিরা প্রান্তে পরিদর্শন করতে আসলাম। সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি, সেলফি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। আজ প্রথম দিন শিথিল থাকলেও কাল (সোমবার) থেকেই কঠোর ব্যবস্থা নেবো আমরা।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘যেসব বাইকচালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, পদ্মা সেতুতে নিয়ম না মেনে নানা ধরনের কর্মকান্ড করছে সাধারন মানুষ। এসব বিশৃঙ্খলা ঠেকাতে কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

About Babu

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *