নানা জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গত রোববার (২৫ জুন) সকাল প্রায় ৬ টা থেকে পদ্মাসেতুতে শুরু হয় যান চলাচল। তবে জনসাধারণের জন্য সেতু খুলে দেয়ার এক সপ্তাহ না যেতেই একের পর এক ঘটছে নানা অপ্রত্যাশিত ঘটনা। আর এরই জের ধরে আপাতত পদ্মাসেতুতে বন্ধ বাইক চলাচল।
তবে স্পিডগান ও সিসিটিভি বসানোর পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ/সংস্থার ২০২২-২৩ বার্ষিক পারফরম্যান্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবং ২০২১-২২ সততা পুরস্কার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতুতে কবে থেকে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা অনির্দিষ্টকালের সিদ্ধান্ত নয়। এখন বন্ধ, মোটরবাইক নিয়ে যা বলা হয়েছে, সেখানে এখন স্পিড গান, সিসিটিভি বসানো হবে। সেগুলি সেটআপ করার পরে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে পদ্মাসেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালানোর অভিযোগে রীতিমতি মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে স্বপ্নের পদ্মাসেতুতে স্পিড গান-সিসিটিভি লাগানো হলে, কেউ এমনটা করার সাহস পাবে বলে মনে করছেন অনেকেই।