শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তেলেগু সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা প্রভাসের চাচা উপলাপতি ভেঙ্কাটা কৃষ্ণম রাজু (৮৩)। তার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভাস।
এদিকে দেশটির এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কৃষ্ণম রাজু। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
কৃষ্ণম রাজু মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
সোমবার কৃষ্ণম রাজুর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
কৃষ্ণম রাজু ২০ জানুয়ারী, ১৯৪০ সালে অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরীতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে সাংবাদিকতা শুরু করেন। এরপর সিনেমা জগতে প্রবেশ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘চিলাকা গোরিঙ্কা’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই কোটি ভক্তের মনে জায়গা করে নেন উপলাপতি ভেঙ্কাটা কৃষ্ণম রাজু। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের কালো ছায়া।